ব্রেকিং

x

আখাউড়ায় কাস্তে হাতে কৃষকের ধান কেটে দিলেন উপজেলা ছাত্রলীগ 

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ | ৮:০০ অপরাহ্ণ

আখাউড়ায় কাস্তে হাতে কৃষকের ধান কেটে দিলেন উপজেলা ছাত্রলীগ 

করোনা পরিস্থিতিতে এবার বোরো ধান কাটার মৌসুম শুরু হয়েছে, করোনায় ঘরবন্ধি থাকার কারণে সবজায়গায় শ্রমিক সংকট দিয়েছে। ধান কাটার শ্রমিক কোথাও পাওয়া যাচ্ছেনা। এমন পরিস্থিতিতে বেশ বিপাকে পড়েছে কৃষকরা। এই অবস্থায় আখাউড়ায় কাস্তে হাতে মাঠে নেমেছেন উপজেলা ছাত্রলীগ। আজ মঙ্গলবার সকালে উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু এবং সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়নসহ ছাত্রলীগ নেতাকর্মীরা আখাউড়া দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামের অসহায় কৃষক ইব্রাহীমের ধান কেটে দিয়েছেন।


জানা যায়, শ্রমিক সঙ্কটের কারণে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামের কৃষক ইব্রাহীম ভুইয়ার জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মী। উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলুর নেতৃত্বে ছাত্রলীগের ২০/২৫ জন নেতাকর্মী এই কর্মসূচিতে নিয়েছে। এই দুঃসময়ে পাশে পেয়ে পাকা ধান ঘরে তুলতে পেরে ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কৃষক ইব্রাহীম।


ধান কাটায় অংশ্রগহণ করেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তজিবুর রহমান, সুস্ময় খান,কলেজ ছাত্রলীগ নেতা আজমাইন, পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দেবাশীষ ঘোষ হৃদয়,ছাত্রলীগ নেতা রিফাতসহ  আখাউড়া দক্ষিণ ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মীরা।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!