সোমবার, ৩০ এপ্রিল ২০১৮ |
৭:৪৪ অপরাহ্ণ

গত কয়েকদিনের কালবৈশাখি ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ঘর- বাড়ি, ফসলীজমি ও বিদ্যুৎ সংযোগ লাইনের ব্যাপক ক্ষতিসাধন হয়। সোমবার দুপুরে বাতাসসহ ঝড়ো বৃষ্টি হলে উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর এলাকায় মেইন লাইনের ৩টি খুঁটি একই সময় ভেঙ্গে পড়ে মাটিতে মিশে যায়। ছিড়ে পড়ে মেইন লাইনের তাঁর। এদিকে গত শনিবারের কালবৈশাখী ঝড় ও টর্নেডোর তান্ডবে মনিয়ন্ধ ইউনিয়নে ঘর-বাড়ি, স্কুল, ফসলীজমি, গাছপালা ও বিদ্যুৎ লাইনের ৫ খুঁটি ভেঙ্গে পড়ে। তাছাড়া অনেক জায়গায় প্রচন্ড ঝড়ে বিদ্যুৎ লাইনের উপর গাছপালা আছড়ে পড়লে মেইন লাইনের তার মাটিতে ছিড়ে পড়ে। ঝড়ে কয়েটি ট্রান্সফরমার সিষ্টেমেও ক্রটি দেখা দেয় । ফলে পুরো মনিয়ন্ধ ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যৎ সরবরাহ চালু করতে পল্লী বিদ্যুতের প্রকৌশলী বিভাগ নিরলস কাজ করছে।
ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিসের ডিপুটি জনারেল ম্যানেজার আহামেদ শাহ আল- জাবির জানান, ঝড় ও টর্নেডো তে বিদ্যুতের মেইন লাইনের ৮ টি খুঁটি ভেঙে যায়। এর মধ্যে মনিয়ন্ধ ইউনিয়নে ৫টি ও উপজেলার দক্ষিণ ইউনিয়নে ৩টি। দুপুরের আগেই মনিয়ন্ধে নতুন দুটি খুঁটি বসানো হয়েছে। বাকি গুলো বসানোরও কাজ চলছে। তিনি আরো জানান, বিদ্যুতের সরবরাহ সচল রাখতে আমাদের পুরো ইউনিট মাঠে কাজ করছে ।