আজ সোমবার সকালে আখাউড়া শহীদ স্মৃতি সরকারী কলেজ ও জাহানারা হক মহিলা কলেজে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।
আজ সোমবার সকাল ১১টায় আখাউড়া শহীদ স্মৃতি সরকারী কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই নবীন বরণ অনুষ্ঠান। ২০১৯-২০১২০ শিক্ষাবর্ষের ক্লাশ শুরু উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।
এতে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যক্ষ কে, এম শেরেনেওয়াজ, শিক্ষক মো: আমান উল্লাহ মোল্লা, মো: আবু জামান, তাহমিনা সুলতানা, হুমায়ুন কবীর মোল্লা, সাইফুদ্দিন বাবুল, শাহজাহান রহমানী, মো: কামাল হোসেন, মো: ফারুক হোসেন, আহসান আহমদ, নুরেশ বেগম, আমজাদ হোসেন খান, রাশিদুল হক ভুইয়া, আরিফ রব্বানী, মাহবুবুল আলম, নাদিরা সুলতানা, রফিকুল ইসলাম, কামাল উদ্দিন, আনোয়ার হুসাইন, তানিয়া আক্তার, মাহমুদা জেসমিন, মাহবুবুল আলম, ফয়জুন্নেছা লিজা, শামসুল আরেফিন, শওকত উজ্জামান, জসিম উদ্দিন, অলি আহাদ রতন, আবু তাহের খান, মোশারফ হোসেন, রওশন আরা বেগম।
এদিকে সকাল সাড়ে ১০টায় জাহানারা হক কলেজের অধ্যক্ষ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় নতুন শিক্ষাবর্ষে ভর্তিকৃতদের নবীন বরণ অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন নাছরীন নবী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বনিকসহ কলেজের সমস্ত শিক্ষক ও শিক্ষিকারা।
কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা বলেছেন, নতুন শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়া নিশ্চিত করার পাশাপাশি শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্ঠ সকলকে উঠতি বয়সী শিক্ষার্থীদের আচার-আচরণ, চেলাফেরার প্রতি বিশেষভাবে লক্ষ রাখতে হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com