ব্রেকিং

x

আখাউড়ায় কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন খান ওয়েলফেয়ার

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০ | ৪:৪৩ অপরাহ্ণ

আখাউড়ায় কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন খান ওয়েলফেয়ার
akhauranews.com

আখাউড়ায় করোনা পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন মানুষদের মধ্যে চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছে ‘খান ওয়েলফেয়ার এসোসিয়েশন’। গতকাল বুধবার আখাউড়া পৌরসভার দেবগ্রামের দক্ষিণ-পুর্ব পাড়ায় খাদ্য সামগ্রী বিতরণ করেন সামাজিক ও স্বেচ্ছাসেবক এই সংগঠন।


এসময় উপস্থিত ছিলেন আখাউড়া দক্ষিন ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহের আহাম্মদ খান, কৃষি ব্যাংক কর্মকর্তা ইকবাল আহাম্মদ খান, আখাউড়া কৃষি ব্যাংকের ব্যবস্থাপক কামাল আহাম্মদ খান, ইউনিয়ন ভুমি উন্নয়ন কর্মকর্তা, কায়েস আহাম্মদ খান কাজল, আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক,  সার্ভেয়ার আমিন ও দলিল লেখক বাদল আহাম্মদ খান, প্রভাষক জাবেদ আহাম্মদ খান, সার্ভেয়ার আমিন জুটন আহাম্মদ খান, আল আরাফাহ ব্যাংক কর্মকর্তা সুমন আহাম্মদ খান, কৃষি ব্যাংক কর্মকর্তা রোবেল আহাম্মদ খান, ডাঃ গোলাম মহিউদ্দিন খান আপন, ডাঃ ফারহানা খানম শাওন, সাকিব আহাম্মদ খান সৌরভ প্রমুখ।


ইকবাল আহাম্মদ খান জানান, করোনা ভাইরাসের জন্য প্রতিদিনের আয়ের উপর নির্ভরশীল মানুষগুলো কার্যত গৃহবন্ধি। তাদের ঘরে ঘরে খাদ্য সংকট দেখা দিয়েছে। প্রতিবেশী এমন ৫০ জনের পাশে দাড়িয়ে চাল, ডাল, পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছি।

তিনি আরো জানান, বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস বিস্তার রোধে সরকার যে নির্দেশনা দিয়েছেন, আমরা তা মেনে চলছি।

সাংবাদিক বাদল আহাম্মদ খান বলেন, সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন থাকুন, ৩ ফুট দুরত্ব বজায় রাখুন, বেশী বেশী হাত মুখ ধৌত করুন, বাড়িতে ব্লিচিং পাউডার ও জীবানোনাশক স্প্রে করুন, ঘর থেকে কেউ বের হবেন না, সরকারের নির্দেশনা মেনে চলুন। চায়ের দোকানে অযথা আড্ডা দিবেন না, নিজে ভাল তো জগৎ ভাল।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!