আখাউড়ায় বন্ধন সমবায় সমিতি ১০০ কর্মহীন পরিবারের মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। আজ বুধবার আখাউড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দেবগ্রাম মুন্সীবাড়িতে এই খাদ্য সামগ্রী বিতরণ হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এই সমিতির সভাপতি বশির আলম, শেখ উজ্জল, তজিবুর রহমান, কবির হোসেন, শেখ ইকবাল হোসেন, রমজানুল হক শান্ত, শেখ ইশান, শেখ রাব্বি ও শেখ জসিম প্রমুখ।
শেখ রাব্বি জানায়, করোনা ভাইরাস প্রতিরোধে মানুষ কার্যকত গৃহবন্ধি অবস্থায় রয়েছে। এতে কর্মহীন হয়ে পড়েছে অনেক গরিব মানুষ। এই কর্মহীনদের পরিবারে খাদ্য সংকট দেখা দিয়েছে। যারা খাদ্য সংকটে ভোগছে তাদের মধ্যে চাল, ডালসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে বন্ধন সমবায় সমিতি।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com