ব্রেকিং

x

আখাউড়ায় করোনা মোকাবিলায় সবার সহযোগীতা চাইলেন নবাগত ইউএনও রুমানা আক্তার

বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১ | ১০:২২ অপরাহ্ণ

আখাউড়ায় করোনা মোকাবিলায় সবার সহযোগীতা চাইলেন নবাগত ইউএনও রুমানা আক্তার
ইউএনও রুমানা আক্তার

নুরুন্নবী ভুইয়া:
উপজেলার উন্নয়নসহ চলমান করোনা পরিস্থিতি মোকাবিলায় সবার সহযোগীতা কামনা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার। আজ বৃহস্পতিবার বিকালে আখাউড়ানিউজকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, উপজেলার উন্নয়নে আখাউড়াবাসীর সমর্থন ও সহযোগীতার একান্ত প্রয়োজন। উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে সকল পাশে থাকার আহবান জানিয়েছেন তিনি।
করোনা পরিস্থিতি সম্পর্কে তিনি আখাউড়াবাসীর উদ্দেশ্যে বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে সাবধান থাকা জরুরী। স্বাস্থবিধি মেনে চলে নিজেকে, নিজের পরিবারকে এবং অপরকে সুরক্ষিত রাখবেন। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। সবাই ঘরে থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন।



আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!