আখাউড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমেনা বেগম (৮০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আমেনা বেগমের বাড়ি আখাউড়া পৌরসভার মসজিদপাড়া গ্রামে। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সূত্রে এ তথ্যা জানাগেছে।
জানা যায়, আখাউড়া মসজিদপাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের স্ত্রী আমেনা বেগম গত কয়েকদিন ধরে শ্বাসকষ্ট জনিত রোগে ভোগছিলেন। পরে তাকে চিকিৎসার জন্য কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়। গত পরশু রোববার তার নমুনা দেয়া হয়। গতকাল সোমবার নমুনা পরীক্ষার ফলাফলে তার দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়। পরে দিবাগত রাত সাড়ে ৯টায় কুমিল্লা হাসপাতালে তার মৃত্যু হয়। আজ মঙ্গলবার তার লাশ বাড়িতে আনা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com