ব্রেকিং

x

আখাউড়ায় করোনা আক্রান্ত এলাকায় লোক চলাচলের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০ | ৬:০০ অপরাহ্ণ

আখাউড়ায় করোনা আক্রান্ত এলাকায় লোক চলাচলের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ

আজ বৃহস্প্রতিবার বিকালে আখাউড়া উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামের করোনা আক্রান্ত এলাকা লকডাউন করা হয়েছে। লকডাউনকৃত এলাকার লোকজনের চলাচলের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে গণবিজ্ঞপ্তিজারী করেছে উপজেলা প্রশাসন। এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষার জন্য করোনা ভাইরাস প্রতিরোধকল্পে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা নিজে উপস্থিত হয়ে এখানকার ৮টি পরিবারকে লকডাউন করে গণবিজ্ঞপ্তিজারী করেছেন।


উপজেলা প্রশাসন জানায়, আজ বৃহস্প্রতিবার বিকালে আখাউড়া উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামের করোনায় আক্রান্ত মো: হেলাল মিয়া(৩৪)সহ এখানকার ৮টি পরিবারের বাড়ি লকডাউন করা হয়েছে।
আরও পড়ুন: আখাউড়ায় উপর্সগ নিয়ে মৃত সেলিম ও তার স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত
উপজেলা প্রশাসন আরো জানায়, লকডাউনকৃত বাড়িসমুহের সদস্যদের চলাচলের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব বাড়িঘর থেকে বাইরে, অন্যগ্রামে, ইউনিয়নে কেউ যেতে পারবে না এবং অন্যগ্রাম বা বাইরে গেলে ফিরে আসতে পারবে না। গণবিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আক্রান্ত  হেলাল মিয়ার পরিবারের সকল সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। স্বাস্থ্য বিভাগ তার সংস্পর্শে থাকা সকলের নমুনা সংগ্রহ করে।


আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানান, করোনা আক্রান্ত হেলালকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

আরও পড়ুন: আইনমন্ত্রী করোনায় আক্রান্ত হয়নি, ফেসবুকে যে খবর ছড়ানো হয়েছে তা মিথ্যা

তিনি আরো বলেন, লকডাউন থাকাবস্থায় কারো গলা ব্যাথা, শুকনো কাশি, জ্বর, সর্দি, অথবা শ্বাসকষ্টের উপর্সগ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে ফোনে যোগাযোগ করবেন।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৩৪ জন করোনায় আক্রান্ত, শনাক্তের আগে একজনের মৃত্যু

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!