আখাউড়া গঙ্গানগর গ্রামের করোনা ভাইরাসে আক্রান্ত আরও দুইজন মহিলা সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আইসোলেশন থেকে সুস্থ্যতার ছাড়পত্র দেয়ার পর তারা বাড়িতে ফিরে। উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গানগর গ্রামের সুস্থ্য হয়ে উঠা রোগীদের অভিভাবক মো: হাবিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর তার স্ত্রী শিল্পী বেগম (৪৫) ও কন্যা সুরভী আক্তার (২৪)কে গত ১১ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া আইসোলেশনে নেয়া হয়। আইসোলেশনে নেয়ার সময় তাদের শরীরে করোনা ভাইরাসের কোন উপর্সগ ছিল না। পরে সেখানে এক সপ্তাহ অন্তর অন্তর দুইবার করোনা পরীক্ষায় নেগেটিভ আসলে আজ মঙ্গলবার আইসোলেশন থেকে ছাড়পত্র দেয়া হয়।
তিনি আরো জানান, চিকিৎসক তাদেরকে ছাড়পত্র দেয়ার সময় বাড়িতে নিরাপদ দুরত্ব বজায় রেখে চলাচল করতে বলেছেন ।
এদিকে এ নিয়ে আখাউড়ায় আক্রান্ত ১৫ জন করোনা রোগীর মধ্যে ৪ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরলেন। প্রথমে বিজয়নগরে আক্রান্ত চিকিৎসক এবং পরে আমোদাবাদ গ্রামের রত্না বেগম সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com