আখাউড়ায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করায় ভ্রাম্যমান আদালতে ৭ ব্যবসায়িকে ১০ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা।
আখাউড়া উপজেলা প্রশাসন জানায়, গতকাল রোববার রাত সাড়ে ৮টায় আখাউড়া ধরখার ইউনিয়নের তন্তর বাজারে ভ্রাম্যমান্ আদালত পরিচালনা করা হয়। এসময় সরকারী আদেশ অমান্য করে দোকান খোলা রাখা ও সামাজিক দুরত্ব বজায় না রাখার দায়ে ৬ জন ব্যবসায়িকে তাৎক্ষনিক ৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এক ব্যবসায়ি দোকান খোলে রেখে পালিয়ে গেলে তার দোকানে তালা জুলিয়ে দেয় ভ্রাম্যমান আদালত। পরে আজ সোমবার এই ব্যবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন:আখাউড়ায় মেয়রের হাতে ঝাড়ু, কেউ করলেন স্প্রে যুবলীগের চেষ্টায় বদলে গেলো হাসপাতাল
উপজেলা প্রশাসন জানায়, করোনা আইন অমান্য করে দোকান খোলে রাখা ও নাকেমুখে মাস্ক ব্যবহার না করায় এইসব ব্যবসায়িদের জরিমানা করা হয় ভ্রাম্যমান আদালতে।
উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানিয়েছেন।
তিনি আরো বলেন, করোনা পরিস্থিতিতে সবাইকে সরকারী নিষেধাজ্ঞা মেনে চলতে হবে অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com