আখাউড়ায় করোনা আইন অমান্য করায় অংকুর কিন্ডার গার্টেন স্কুল কর্তৃপক্ষ এবং দুই শিক্ষককে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। পুলিশের সহযোগীতায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা।
উপজেলা প্রশাসন জানায়, আজ বৃহস্প্রতিবার করোনা আইন অমান্য করে আখাউড়া পৌরসভার মসজিদ পাড়ায় অবস্থিত অংকুর কিন্ডার গার্টেন স্কুল খোলে শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছিল স্কুল কর্তৃপক্ষ। এই খবর জানার পর উপজেলা প্রশাসন বিকাল সাড়ে ৫টায় এই স্কুলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
আরও পড়ুন: আইনমন্ত্রীর করোনা আক্রান্তের গুজব, ছাত্রদল নেতা গ্রেপ্তার
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় অন্যায় স্বীকার করায় ভ্রাম্যমান আদালত অংকুর কিন্ডার গার্ডেন স্কুল কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করে এবং করোনা আইন অমান্য করায় এই স্কুলের দুই শিক্ষককে ২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com