আখাউড়ায় করোনার উপর্সগ নিয়ে হাজী মতিউর রহমান (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে আখাউড়া মোগড়া ইউনিয়নের নিলাখাদ গ্রামে তার নিজবাড়িতে মৃত্যু হয়। উপজেলা প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছেন।
জানাগেছে, গতকাল শনিবার থেকে তার শ্বাসকষ্ট ছিল। আজ রোববার তার অবস্থার অবনতি হলে দুপুর ১টা ২০ মিনিটে মারা যান। স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করেছে।
এদিকে করোনার উপসর্গ নিয়ে মৃত অবসর প্রাপ্ত সুবেদার হাজী মতিউর রহমানের লাশ আজ সন্ধ্যা সোয়া ৭টায় প্রয়োজনীয় সাবধানতা ও স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের বিশেষ কাফেলা এই দাফনের কাজ করেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com