আজ বুধবার আখাউড়ায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ঢাকা থেকে আগত একই পরিবারের ৮জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। উপসর্গ না থাকায় তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানিয়েছেন। তাদের সবার বাড়ি আখাউড়া মোগড়া ইউনিয়নের গঙ্গানগর গ্রামে।
স্থানীয়রা জানায়, গত চারদিন আগে এই পরিবারের ৮জন ঢাকা থেকে গ্রামের বাড়ি মোগড়া গঙ্গানগর গ্রামে আসে। খবর পেয়ে উপজেলা প্রশাসন তাদেরকে আজ বুধবার হোম কোয়ারেন্টাইনে রাখেন এবং আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: শুভ্র রায়ের নেতৃত্বে ৫ জনের একটি টিম তাদের করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে নমুনা সংগ্রহ করেন।
এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানান, ঢাকা থেকে আগতদের মধ্যে কোন করোনাভাইরাসের উপসর্গ নেই। নিরাপত্তার জন্য তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং নমুনা সংগ্রহ করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com