আখাউড়ায় এনজিও কর্মীসহ নতুন করে আরও ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শনিবার দুপুরে প্রাপ্ত ফলাফলে তাদের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: শুভ্র রায় এই তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে আখাউড়া উপজেলায় মোট ৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: আখাউড়ায় কবির বিরুদ্ধে অভিনব পন্থায় বিদ্যুৎ চুরির অভিযোগ
আজ শনিবার ফলাফলে করোনায় আক্রান্তরা হয়েছে আখাউড়া পৌরসভার খড়মপুর এলাকার আশা সমিতির কর্মী রিনা চৌধুরী (৫০), হাসানুল হক (৩০), রহিমা খাতুন (৪৭), আখাউড়া রাধানগর গ্রামের অজিত পাল (৫২), দেবগ্রামের আনিছ খান (৪৮), আখাউড়ায় নমুনা দেয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেরার মাছিহাতা গ্রামের হারিছ মিয়া (৬৫), আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আগত চট্টগ্রামের নাইম মিয়া (২৩) ও তার পিতা মো: ইসলাম মিয়া (৫২)। আক্রান্ত সকলকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com