ব্রেকিং

x

আখাউড়ায় এক মণ গাজাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ি গ্রেফতার

রবিবার, ২১ এপ্রিল ২০১৯ | ১:৪০ অপরাহ্ণ

আখাউড়ায় এক মণ গাজাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ি গ্রেফতার

আজ রোববার ভোরে আখাউড়ায় এক মণ গাজাসহ রুবেল মিয়া (২৮) ও মো: আনু মিয়া (৬২) নামে দুই শীর্ষ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার মসজিদপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।


আখাউড়া থানার ওসি তদন্ত মো: আরিফুল আমিন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, । গ্রেফতারকৃত মো: রুবেল হোসেন আখাউড়া আনোয়ারপুর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র এবং আনু মিয়া আখাউড়া রাজাপুর গ্রামের মো: ধন মিয়ার পুত্র। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।


পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে আখাউড়া পৌরসভার মসজিদ পাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে বলেও তিনি জানিয়েছেন।

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহাম্মদ নিজামী বলেছেন, আখাউড়া উপজেলা থেকে মাদক নির্মুল হওয়ার আগ পর্যন্ত পুলিশের অভিযান অব্যহত থাকবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!