আখাউড়ায় ধর্ষণের অভিযোগে মো: রাজু আহমেদ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার বিকালে আখাউড়া কুড়িপাইকা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রাজু আখাউড়া দক্ষিণ ইউনিয়নের নুরপুর লামার বাড়ি গ্রামের হামদু মিয়ার ছেলে।
জানাগেছে,শুক্রবার রাতে ঢাকা থেকে ট্রেনে এক গৃহবধু খড়মপুর এলাকায় এক কবিরাজের নিকট আসে। ট্রেনে আসার সময় পথে পরিচয় হয় গ্রেফতারকৃত রাজুর সাথে। গভীর রাতে কবিরাজের বাড়ি চিনিয়ে দেয়ার নাম করে রাজু তাকে ফুসলিয়ে একই ইউপির আব্দুল্লাহপুর মোশারফ মিয়ার বাড়িতে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ধর্ষিতা বাদী হয়ে আজ আখাউড়া থানায় ধর্ষনের মামলা দায়ের করলে পুলিশ রাজুকে গ্রেফতার করেছে। ধর্ষিতাকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী জানায়, অভিযুক্ত রাজুকে গ্রেফতার করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com