অনুষ্ঠানের মাঝপথেই চোখে পড়লো শ তিনেক মানুষের মাঝে কাউকে খুঁজছেন পৌর মেয়র। বৃদ্ধ একজনকে খোঁজে বের করে সামনে বসার ব্যবস্থা করলেন। সাংবাদিকতার চিন্তা-চেতনা থেকেই জানার আগ্রহ বাড়ে।
জানা গেল, চালের অভাবে চারদিন ভাত রান্না হয়নি আখাউড়া মসজিদ পাড়ার বাসিন্দা ও ভ্রাম্যমাণ বিক্রেতা ওই বৃদ্ধ আব্দুল লতিফের ঘরে। খবর পেয়ে স্থানীয় এক ব্যক্তি পাঁচ কেজি চাল দিয়ে যান। চারজনের সংসারে সেই চাল শেষ নিমিষেই!
আব্দুল লতিফ জানালেন, বাড়ি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায়। যে কারণে আইডি কার্ডের ‘গ্যাঁড়াকলে’ তিনি সরকারি সহায়তা পাচ্ছিলেন না। আখাউড়া শহীদ স্মৃতি কলেজ মাঠে সরকারি চাল দেয়া হবে জেনে সেখানে ছুটে যান। পৌর মেয়রকে নিজের অবস্থান সম্পর্কে বলতেই তিনি অপেক্ষা করতে অনুরোধ করেন। শেষ পর্যন্ত তাঁর হাতে ১০ কেজি চাল তুলে দেয়া হয়।
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আইনমন্ত্রী আনিসুল হকের (স্থানীয় সংসদ সদস্য) সৌজন্যে বিশেষ বরাদ্দের ২০টন চাল আখাউড়ার পৌরসভার দুই হাজার লোকের মাঝে আজ মঙ্গলবার দুপুর থেকে বিতরণ শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌঁলা খাঁন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, আখাউড়া উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন।
যতটুকু জানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো আগেই ঘোষণা দিয়েছেন যে, যে যেই এলাকাতেই আছে সেখানেই সরকারি সহায়তা পাবেন। আইনমন্ত্রীও একই নির্দেশনা দিয়ে রেখেছেন।
কিন্তু আব্দুল লতিফের ঘটনা শুনে মনে হলো যে আরো এমন অজানা কতজনই না বঞ্চিত হচ্ছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com