আখাউড়ায় একই পরিবারের স্বামী-স্ত্রী ও সন্তানসহ নতুন করে আরও ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রোববার দুপুরে প্রাপ্ত ফলাফলে তাদের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: শুভ্র রায় এই তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে আখাউড়া উপজেলায় মোট ৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ রোববার ফলাফলে করোনায় আক্রান্তদের মধ্যে আখাউড়া ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামের একই পরিবারের জহিরুল ইসলাম (৭০) ও তার স্ত্রী ফিরোজা বেগম (৬০), সন্তান নাজমুল হক (৪০) নামে তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকীরা হল আখাউড়া পৌরসভার রাধানগর বেলতলী পাড়ার রাইহান মিয়া (২৬), ইসলামী ব্যাংকের ফারুক মোহাম্মদ (৪৯) ও আখাউড়া ধরখার ইউনিয়নের নুরপুর গ্রামের জহিরুল হোসেন ৩৯) করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত সকলকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন।
আরও পড়ুন: আখাউড়ায় বিদ্যুৎস্পষ্ট হয়ে ৫ জন আহত
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com