আজ শনিবার ১১ জানুয়ারী আখাউড়ায় উৎসবমুখর পরিবেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
আখাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে দিনের শুরুতে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আনন্দ শোভাযাত্রাটি পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহন করেছেন উপজেলা প্রশাসন, আখাউড়া থানা, পৌরসভার সমস্ত সরকারী কর্মকর্তা কর্মচারীসহ উপজেলা আওয়ামীলীগ, পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ কমপক্ষে ১০ হাজার মানুষ।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, জেলা পরিষদ সদস্য আতাউর রহমান নাজিম, উপজেলা সহকারী কমিশনার ভুমি নাজমুল হাসান, আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন সফিক আলেয়া, আখাউড়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ড. এড আব্দুল্লাহ ভুইয়া বাদল, উপজেলা কৃষি কর্মকর্তা শাহেনা বেগম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মো: জালাল উদ্দিন, পৌরসভা যুবলীগের সাধারন সম্পাদক আবু কাউছার ভুইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘’বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা সভা হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com