আখাউড়া আনন্দপুর গ্রামে করোনার উপর্সগ নিয়ে মারা যাওয়া জোনাকী বেগমের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছেন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরওমও ডা: শ্যামল চন্দ্র ভৌমিক।
গত পহেলা ১লা মে শুক্রবার দিবাগত রাত ১২টায় করোনার উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামে জোনাকী বেগমের মৃত্যু হয়।
তার মৃত্যুর পর করোনা সন্দেহে এলাকায় আতঙ্গ ছড়িয়ে পড়লে স্বাস্থ্য বিভাগ মৃত মহিলাসহ তার সংস্পর্শে থাকা অন্তত ১২ জনের নমুনা সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়ায় আইসোলেশনে পাঠায়। উপজেলা প্রশাসন এলাকার ১০টি বাড়িকে লকডাউন ঘোষণা করে।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরওমও ডা: শ্যামল চন্দ্র ভৌমিক জানায় মৃত্যুবরণকারী মহিলাসহ তার সংস্পর্শে থাকা সবার করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com