আখাউড়ায় ইয়াবাসহ বিএনপি নেতা আজাদ ভুইয়া গ্রেফতারের ঘটনায় বিএনপির মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিবাদ জানিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই প্রতিবাদ জানান।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো: আজাদ ভুইয়াকে ঈদুল ফিতরের দিন রাতে একদল লোক ব্যাপক মারধর করে যড়যন্ত্রমূলকভাবে পুলিশের হাতে তুলে দেয়।
আরও পড়ুন: আখাউড়ায় আজাদ ভুইয়া গ্রেফতারের ঘটনায় ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে
সম্পূর্ণ অন্যায়ভাবে আজাদ ভুইয়াকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি দাবী করে আরো বলেন, গ্রেফতারকৃত আজাদ ভুইয়া নি:সন্দেহে রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তিনি অবিলম্বে আজাদ হোসেন ভুইয়ার বিরুদ্ধে দায়ের করা যড়যন্ত্রমূলক ও বনোয়াট মামলা প্রত্যাহার ও তার নি:শর্ত মুক্তির দাবী করেন।
আরও পড়ুন: আখাউড়ায় মাদকসহ বিএনপি নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ, মিশ্র প্রতিক্রিয়া
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com