ব্রেকিং

x

আখাউড়ায় ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম

বুধবার, ২৭ মে ২০২০ | ৯:৪৩ অপরাহ্ণ

আখাউড়ায় ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম

আখাউড়ায় ইয়াবাসহ বিএনপি নেতা আজাদ ভুইয়া গ্রেফতারের ঘটনায় বিএনপির মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিবাদ জানিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই প্রতিবাদ জানান।


বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো: আজাদ ভুইয়াকে ঈদুল ফিতরের দিন রাতে একদল লোক ব্যাপক মারধর করে যড়যন্ত্রমূলকভাবে পুলিশের হাতে তুলে দেয়।


আরও পড়ুন: আখাউড়ায় আজাদ ভুইয়া গ্রেফতারের ঘটনায় ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে

সম্পূর্ণ অন্যায়ভাবে আজাদ ভুইয়াকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি দাবী করে আরো বলেন, গ্রেফতারকৃত আজাদ ভুইয়া নি:সন্দেহে রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তিনি অবিলম্বে আজাদ হোসেন ভুইয়ার বিরুদ্ধে দায়ের করা যড়যন্ত্রমূলক ও বনোয়াট মামলা প্রত্যাহার ও তার নি:শর্ত মুক্তির দাবী করেন।

আরও পড়ুন: আখাউড়ায় মাদকসহ বিএনপি নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ, মিশ্র প্রতিক্রিয়া

 

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!