ব্রেকিং

x

আখাউড়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

শনিবার, ০৭ জুলাই ২০১৮ | ৬:৪৭ অপরাহ্ণ

আখাউড়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আখাউড়ায় ইয়াবাসহ লিটন মিয়া (২৬) ও মো: সোহরাব খান (৪৫) নামে  দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪। আজ শনিবার দুপুরে পৌরসভার দুর্গাপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা তাদেরকে আটক করে।


জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার দুপুর ১টায় র‌্যাব-১৪ ভৈরব কাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক চন্দন দেবনাথের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য আখাউড়া পৌরসভার দুর্গাপুরে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ৩৭ পিস ইয়াবা ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের নগদ ৩ হাজার ৫০০ টাকা সহ মো: লিটন মিয়া ও মো: সোহরাব খান নামে দুই মাদক বিক্রেতাকে আটক করে।


আটককৃত লিটন পৌরসভার টানাপাড়া গ্রামের আব্দুল আজিজ মিয়ার পুত্র। সোহরাব খান আখাউড়া পৌরসভার খড়মপুর গ্রামের মাষ্টার আরফান খানের পুত্র।

এ ব্যপারে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের এডি ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক চন্দন দেবনাথ জানায়, আটককৃত দুই মাদক বিক্রেতার বিরুদ্ধে আখাউড়ায় থানায় মামলা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!