আখাউড়ায় ইউপি চেয়ারম্যানসহ ২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একই গ্রামের রয়েছে ১৩ জন। আজ রোববার আখাউড়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্স সূত্রে এই তথ্য জানাগেছে।
উপজেলা স্বাস্থ কমপ্লেক্স সূত্রে জানাগেছে, আজ রোবার প্রাপ্ত ফলাফলে ২১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ২১ জনের মধ্যে মনিয়ন্দ ইউনিয়ন চেয়ারম্যান কামাল ভুইয়াসহ ১৩ জনের বাড়ি আখাউড়া মনিয়ন্দ ইউনিয়নের টনকী গ্রামে। ৩ জন ভারত ফেরত, ১ জন রাধানগর, ২ জন দুর্গাপুর, ১ জন ধরখার এলাকার।
খোজ নিয়ে জানাগেছে, ঈদের আগের দিন রাতে টনকী গ্রামের আবুল ভুইয়ার স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করে। স্বাস্থবিধি না মেনে এই মহিলার দাপণ কাফন সম্পন্ন হয়েছে। দাফন কাফন জানাজায় যারা অংশগ্রহন করেছেন তাদের মধ্যে চেয়ারম্যানসহ ১৩ জন করোনা আক্রান্ত হয়।
করোনায় আক্রান্ত ইউপি চেয়ারম্যান কামাল ভুইয়ার শারিরিক ভাবে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন। তিনি করোনা ভাইরাসের টিকাও নিয়েছেন। তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com