ব্রেকিং

x

আখাউড়ায় আ. লীগের ভালোবাসার টিপ কাজলের

বুধবার, ১৩ জানুয়ারি ২০২১ | ৯:৫৭ অপরাহ্ণ

আখাউড়ায় আ. লীগের ভালোবাসার টিপ কাজলের

আখাউড়া পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বর্তমান পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মো. তাকজিল খলিফা কাজল। আজ বুধবার রাতে ঢাকার ধানমন্ডির দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ মনোনয়নের সিদ্ধান্ত হয়। একাধিক সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।


এদিকে তাকজিল খলিফার মনোনয়ন পাওয়ার খবরে দলের নেতাকর্মী ও সমর্থকেরা তাৎক্ষণিক মিছিল বের করেন। সড়ক বাজারসহ প্রধান প্রধান এলাকায় হওয়া মিছিলে তাকজিল খলিফা কাজলের পক্ষে শ্লোগান দেয়ার পাশাপাশি তাঁকে ১৪ ফেব্রুয়ারির ভোটে নির্বাচিত করার আহবান জানান।
১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ইভিএম পদ্ধতিতে ভোট হবে। যে কারণে আওয়ামী লীগের ভালোবাসার টিপ তাকজিল খলিফার কপালে গেল বলে আলোচনা হচ্ছে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!