খুব সুন্দর করে সাজানো দু’টি ভ্যান। এর একটিতে মিষ্টি অন্যটিতে ফুল। সামনে যাকে পাচ্ছেন তাঁর সঙ্গে কুশল বিনিময়ের পর মিষ্টি আর ফুল তুলে দিচ্ছেন।
নতুন বছরে এমন ভিন্নতরভাবে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল। প্রায় আড়াই ঘন্টা পৌর এলাকার বিভিন্নস্থানে ঘুরে তিনি ব্যবসায়ি, রাজনীতিবিদ, পরিবহন শ্রমিক, পথচারিসহ সাধারন মানুষের হাতে মিষ্টি ও ফুল তুলে দেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. মনির হোসেন বাবুল, সদস্য দীপক কুমার ঘোষ, যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল,পৌর যুবলীগের সভাপতি মো. মনির খান, ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, শিপন হায়দার, খায়রুল বাশার রিপু, মো. মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। নতুন বছরে এ ধরণের উদ্যোগ এলাকায় প্রশংসা পায়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com