ব্রেকিং

x

আখাউড়ায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত

সোমবার, ০৮ মার্চ ২০২১ | ৮:৪০ অপরাহ্ণ

আখাউড়ায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত

‘করোনাকালে নারী নেতৃত্ব-গড়বো নতুন সমতার বিশ্ব’ এ স্লোগানে আখাউড়ায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আজ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।


আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাসেম ভূইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা রৌনক আরা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, যুব উন্নয়ন কর্মকর্তা মো: মুসলেহ উদ্দিন, মহিলা আওয়ামীলীগের সভাপতি মঞ্জুয়ারা বেগম প্রমুখ।


এসময় বক্তারা বলেন, বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের সফল বাস্তবায়নের ফলে নারী উন্নয়ন আজ সুস্পষ্টভাবে দৃশ্যমান। ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, বিচার বিভাগ, প্রশাসন, কূটনীতি, সশস্ত্রবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, শান্তিরক্ষা মিশনসহ সর্বক্ষেত্রে নারীর সফল অংশগ্রহণের মাধ্যমে দেশ ক্রমান্বয়ে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। পরে আলোচনা সভা শেষে সাংস্কৃতি অনুষ্ঠান হয়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!