ব্রেকিং

x

আখাউড়ায় আরও ২ জন করোনায় আক্রান্ত, উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭ জন

বুধবার, ১৫ এপ্রিল ২০২০ | ৪:৫৮ অপরাহ্ণ

আখাউড়ায় আরও ২ জন করোনায় আক্রান্ত, উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭ জন
akhauranews.com

আখাউড়ায় আরও দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে আখাউড়ায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৭ জনে দাড়িয়েছে। আজ বুধবার বিকালে আখাউড়া মোগড়া ইউনিয়নের চরনারায়নপুর গ্রামের বাছির মিয়া (৫৫) ও রত্না বেগম (২০) নামে দুইজন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরওমও ডা: শ্যামল চন্দ্র ভৌমিক এই তথ্য জানিয়েছেন।


জানাগেছে, করোনা ভাইরাস আক্রান্ত বাছির ও রত্না সম্প্রতি নারায়গঞ্জ থেকে আখাউড়া চরনারায়নপুর আসে। এই খবর পেয়ে স্বাস্থ্য বিভাগ তাদের নমুনা সংগ্রহ করে এবং উপজেলা প্রশাসন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখে।


খোজ নিয়ে আরো জানাগেছে, করোনা ভাইরাস আাক্রান্ত হওয়ায় চরনারায়নপুর গ্রামকে আজ লকডাউন করে দেয়া হবে।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: শ্যামল চন্দ্র ভৌমিক জানায়, করোনা আক্রান্ত দুইজনকে ব্রাহ্মণবাড়িয়া টিভি হাসপাতালের আইসোলেশনে পাঠানো হচ্ছে।

উল্লেখ্য আখাউড়া পৌরসভার একজন মহিলা চিকিৎসক, মোগড়া ইউনিয়নের গঙ্গানগর গ্রামের দুইজন, ধরখার ইউনিয়নের রাণীখার গ্রামের একজন এবং আমোদাবাদ গ্রামের একজন নিয়ে মোট ৫ জন আগেই আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে রাণীখারে আক্রান্ত মহিলার মৃত্যু হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!