ব্রেকিং

x

আখাউড়ায় আরও ১২ জন করোনায় আক্রান্ত, উপজেলায় মোট আক্রান্ত ১৩৯ জন

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০ | ২:০১ অপরাহ্ণ

আখাউড়ায় আরও ১২ জন করোনায় আক্রান্ত, উপজেলায় মোট আক্রান্ত ১৩৯ জন

আখাউড়ায় ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে আরও ১২ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আখাউড়া উপজেলায় ১৩৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।  আজ বৃহস্পতিবার দুপুরে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: শুভ্র রায় এই তথ্য নিশ্চিত করেছেন। আজ বৃহস্পতিবার প্রাপ্ত ১৬টি ফলাফলের মধ্যে নতুন করে ১২ জনের শরিরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং দ্বিতীয় দফায় ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানাগেছে, আখাউড়া পৌরসভার রাধানগর গ্রামের সেবক ঘোষ (৩৭), মোগড়া ইউনিয়নের নিলাখাদ গ্রামের মাহবুব রহমান(৪৮), পৌরসভার খড়মপুর গ্রামের মো: খুরশেদ (৭০), মোগড়া ইউনিয়নের সেনারবাদি গ্রামের মো: আমজাত (৪৫). পৌরসভার দেবগ্রামের মো: মনোয়ারুল ইসলাম (৫১), মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের জেসমিন (৩৮), ধরখার ইউনিয়নের রানীখার গ্রামের শেখ কাইয়ুম (৩৩), ইসলামী ব্যাংকের কর্মকর্তা মো: হায়দার আলী(৩০), ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামের রমজান মিয়া(৩০), মনিয়ন্ধের আব্দুল গাফ্ফার (৪৫), আখাউড়ায় নমুনা দেয়া বিজয়নগর ভুমির অফিসের তাজউদ্দিন (৫২), আল আরাফা ইসলামী ব্যাংকের মাহবুব আলম (৩২)।


এদিকে ইসলামী ব্যাংকের ইলিয়াছ মিয়া (২৭), আল আরাফা ইসলাম ব্যাংকের জহিরুল ইসলাম (৩৫) ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলুর শরীরে দ্বিতীয় রিপোর্টেও করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্ত সকলকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!