আখাউড়ায় আন্ত:নগর ট্রেনে কাটা পড়ে নাম ও পরিচয়বিহীন এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় আখাউড়া রেলস্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আজ সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রামগামী আন্ত:নগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি দ্রুত আখাউড়া রেলজংশন স্টেশন অতিক্রম করার সময় জংশনের দক্ষিন আউট সিগন্যাল এলাকায় অসাবধানতায় এক যুবক ট্রেনে কাটা পড়ে। ট্রেনের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই এই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনর্চাজ শ্যামল কান্তি দাস বলেছেন, নিহত যুবকের নাম ও পরিচয় পাওয়া যায়নি। ৩০ বছর বয়সী এই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com