আজ মঙ্গলবার থেকে টানা দুইদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানী রফতানী বানিজ্য বন্ধ থাকবে।
আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ফোরকান আহমেদ খলিফা জানান, আজ মঙ্গলবার মে দিবস ও আগামীকাল বুধবার শব-ই-বরাত উপলক্ষ্যে বাংলাদেশ ও ভারতের আমদানী-রফতানী কারক এ্যাসোসিয়েশনসহ আমদানী-রফতানী বানিজ্যে সম্পৃক্ত সকল সংগঠন ১ ও ২ মে আখাউড়া স্থলবন্দরের সমস্ত ব্যবসা বানিজ্য বন্ধের সীদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরো জানান, দুইদিন বন্ধ থাকার পর আগামী ৩রা মে বৃহস্প্রতিবার আখাউড়া স্থলবন্দরের সমস্ত ব্যবসা বানিজ্য পুনরায় চালু হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com