আখাউড়ায় আজ শুক্রবার ভোরে আগুন লেগে একটি বেকারি পুড়ে ছাই হয়ে গেছে। পৌর এলাকার লাল বাজার শেখ মার্কেটের বি,বাড়ীয়া বেকারিতে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে। স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে চারটার দিকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিস। ঘন্টাখানেকের চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কি কারণে আগুন লাগে সেটিও স্পষ্ট নয়। তবে বেকারির চুলা থেকেই আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com