ব্রেকিং

x

আখাউড়ায় আগামী ৪-৬ অক্টোবর ৩দিন ব্যাপী জাতীয় উন্নয়ন মেলা

বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮ | ১:৪৮ অপরাহ্ণ

আখাউড়ায় আগামী ৪-৬ অক্টোবর ৩দিন ব্যাপী জাতীয় উন্নয়ন মেলা

আখাউড়ায় আগামী মাসের প্রথম সপ্তাহে ৩দিন ব্যাপী জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ অনুষ্ঠিত হবে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এই তথ্য জানাগেছে।


আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বলা হয়েছে সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম জনসাধারন তথা প্রান্তিক জনগোষ্ঠির নিকট তুলে ধরে তাদেরকে উন্নয়ন কাজে সম্পৃক্ত করতে অনুষ্ঠিত হবে জাতীয় উন্নয়ন মেলা। উপজেলা পরিষদ চত্বরে আগামী ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত তিনদিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে।


Rm1
প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া উপজেলার সহকারী কমিশনার ভুমি জেসমিন সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা জুয়েল রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরজাহান বেগম, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আহমেদ শাহ আল জাবের, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম হেলাল, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তারসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!