স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুয়ায়ী উপজেলা প্রশাসন আগামীকাল বৃহস্প্রতিবার বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচী পালন করবে।
এ অভুতপূর্ব সাফল্য উপযাপনে আগামীকাল সকাল ৯টায় উপজেলার সকল দপ্তরের সমন্বয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা হবে।আনন্দ শোভাযাত্রার সময় রাস্তার দু’পাশে ব্যানার ফেস্টুন হাতে ছাত্র-ছাত্রীরা শোভাযাত্রার অংশ হিসাবে অংশগ্রহণ করবে। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান শোভাযাত্রায় অংশ গ্রহনের জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com