আগামীকাল চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো: আব্দুল মান্নান আখাউড়ায় আসছেন। আখাউড়া স্থলবন্দর পরির্দশনসহ দিনব্যাপী ব্রাহ্মণবাড়িয়ার শহরের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন তিনি।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান জানায়, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো: আব্দুল মান্নান আগামীকাল বুধবার সকাল ৯টায় আখাউড়া স্থলবন্দর পরির্দশন করবেন। স্থলবন্দর পরির্দশন শেষে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় চলে যাবেন।
তিনি আরো জানান, দুপুর ১টায় বিভাগীয় কমিশনার ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের সংস্কার কাজ পরির্দশন করবেন। ২টায় সরকারী গণগ্রন্থগার পরির্দশন শেষে বিকাল ৩টায় দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন পরির্দশন এবং ওস্তাদ আলাউদ্দিন খা জাদুঘরের পুন:সংস্কার কাজের শুভ উদ্বোধন করবেন। বিকাল সাড়ে ৩টায় জেলার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সুধীজনের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় যোগদান করবেন। সন্ধ্যা ৭টায় কাউতলী হাফিজিয়া মাদ্রাসা পরির্দশন শেষে ঢাকার উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া ত্যাগ করবেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com