ব্রেকিং

x

আখাউড়ায় আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সোমবার, ২৪ জুন ২০১৯ | ৩:১৯ অপরাহ্ণ

আখাউড়ায় আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আখাউড়ায় নানা আয়োজনে আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে গতকাল রবিবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌরশহরের সড়ক বাজার ও রেলস্টেশন এলাকা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


শোভাযাত্রায় উপজেলা আওয়ামীলীগ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। পরে দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক সেলিম ভুইয়া, পৌর আওয়ামীলীগ সভাপতি ড. আব্দুল্লাহ ভুইয়া বাদল প্রমুখ। পরে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!