আখাউড়ায় নানা আয়োজনে আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে গতকাল রবিবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌরশহরের সড়ক বাজার ও রেলস্টেশন এলাকা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় উপজেলা আওয়ামীলীগ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। পরে দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক সেলিম ভুইয়া, পৌর আওয়ামীলীগ সভাপতি ড. আব্দুল্লাহ ভুইয়া বাদল প্রমুখ। পরে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com