ব্রেকিং

x

আখাউড়ায় আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত (ভিডিও)

মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ | ৯:১০ অপরাহ্ণ

আজ মঙ্গলবার সকালে আইন শৃংখলা কমিটির মাসিক সভা হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা। সভায় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়া, আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাসেদুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন সফিক আলেয়া, আখাউড়া ধরখার ইউপি চেয়ারম্যান আরিফুল বাছির, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মো: জালাল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার শাহিনা আক্তার, মৎস্য অফিসার আব্দুস সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক আরা, আমদানী-রফতানী কারক এসোসিয়েশনের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব প্রমুখ।


আইন শৃংখলা কমিটির সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী জানায়, পুলিশের অব্যহত মাদক বিরোধী অভিযান চলছে এবং পাশাপাশি মাদকের বিরুদ্ধে মানুষকে সচেতন করে তুলতে উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত মাদক বিরোধী সভা হচ্ছে। এতে মাদক অনেকাংশে হ্রাস পেয়েছে, আখাউড়া উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের অব্যহত অভিযান চলছে বলেও তিনি জানান।


তিনি আরো বলেন, মাথাকাটা গুজব নিয়ে মিথ্যা প্রচারণা বন্ধ করতে পুলিশ এলাকায় মাইকিং করেছে। অনলাইনে প্রচারসহ বিভিন্ন স্কুল, মাদ্রাসায় উপস্থিত হয়ে পুলিশ সদস্যরা জনগনকে সচেতন করে তুলছে। বর্তমানে আখাউড়া উপজেলায় গুজব নিয়ে মিথ্যা প্রচারণা নেই বলেও তিনি জানিয়েছেন।

অপরদিকে সভায় বিজিবি প্রতিনিধি জানান, মাদক ব্যবসায়িদের আটকের পাশাপাশি তাদের বাড়ির সামনে ‘মাদক ব্যবসায়ির নাম লিখে সাইনবোর্ড জুলিয়ে দেয়ার প্রক্রিয়া শুরু করেছেন তারা।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!