ব্রেকিং

x

আখাউড়ায় আইনমন্ত্রীর সহযোগীতায় তিনমাস আগে বয়স্ক, বিধবা আর প্রতিবন্ধী ভাতা প্রদান

মঙ্গলবার, ১২ মে ২০২০ | ৭:২৩ অপরাহ্ণ

আখাউড়ায় আইনমন্ত্রীর সহযোগীতায় তিনমাস আগে বয়স্ক, বিধবা আর প্রতিবন্ধী ভাতা প্রদান

আখাউড়ায় করোনা প্রাদুর্ভাবের কারণে নির্ধারিত সময়ের তিন মাস আগে আজ মঙ্গলবার থেকে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা দেয়া শুরু হয়েছে। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপির সহযোগীতায় তা সম্ভব হয়েছে বলে জানাগেছে।


জানাগেছে, আজ মঙ্গলবার সকালে আখাউড়া সিরাজুল হক পৌর আদর্শ উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের প্রায় ৫০০ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীকে ভাতা প্রদান করা হয়। পর্যায়ক্রমে পৌরসভা্র সমস্ত ওয়ার্ডে ঈদের আগে এই ভাতা প্রদান সম্পন্ন হবে।


ভাতা প্রদানের সময় উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, সমাজসেবা কর্মকর্তা আফসানা পারভীন, পৌর কাউন্সিলর মো: তাজুল ইসলাম ভুইয়া প্রমুখ।

আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল জানায়, পৌরসভায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা পাওয়ার কথা ছিল আরো তিন মাস পার। করোনা প্রাদুর্ভাব ও ঈদকে সামনে রেখে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি মহোদয়ের সহযোগীতায় তিন মাস বাকী থাকতেই আজ থেকে পৌরসভায় ভাতা প্রদান শুরু হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!