ব্রেকিং

x

আখাউড়ায় আইনমন্ত্রীর নির্দেশে দরিদ্র কৃষকের ধান কেটে দিলো যুবলীগ

রবিবার, ০৩ মে ২০২০ | ১১:৩১ পূর্বাহ্ণ

আখাউড়ায় আইনমন্ত্রীর নির্দেশে দরিদ্র কৃষকের ধান কেটে দিলো যুবলীগ

আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামের অসহায়ক দরিদ্র কৃষক মফিজ মিয়ার ধান কেটে দিয়েছেন উপজেলা যুবলীগ নেতাকর্মীরা। আজ রোববার আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, পৌরসভা যুবলীগের সভাপতি মনির খানসহ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা ধান কাটার কাজে অংশ নেন।


আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল জানান, আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক তাকজিল খলিফা কাজলকে আমাদের সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক নির্দেশ দিয়েছেন যুবলীগ নেতা-কর্মীরা এই অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে বাড়িতে দিয়ে আসার জন্য। এই নির্দেশনা অনুযায়ী যুবলীগ নেতাকর্মীরা ধান কাটার কাজে অংশ নিয়েছে।


আখাউড়া পৌরসভা যুবলীগের সভাপতি মনির খান জানান, এমন দরিদ্র কৃষক নজরে আসলে যুবলীগ নেতাকর্মীরা আরো কয়েকজনের ধান কেটে দিবে।

ধান কাটার কাজে অংশগ্রহন করেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি ইদন মিয়া, সাধারন সম্পাদক শাহনোয়াজ ভুইয়া, সাংগঠনিক সম্পাদক দুলাল মেম্বার, যুবলীগ নেতা ফোরকান উদ্দিন ভুইয়া প্রমুখ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!