আখাউড়ায় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপির ব্যক্তিগত অর্থায়নে ঈদ উপহার হিসাবে ৪ হাজার নতুন পোশাক বিতরণ চলছে। গত কয়েকদিন ধরেই আখাউড়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন স্থানে এই নতুন পোশাক বিতরণ শুরু হয়। আজ শনিবার বিকালে আখাউড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে করোনায় ক্ষতিগ্রস্থদের মধ্যে শাড়ী ও লুঙ্গি বিতরণ হয়।
আখাউড়া রাধানগর রাধামাধব আখড়ায় আইনমন্ত্রীর পক্ষে আওয়ামীলীগ নেতৃবৃন্দরা শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে আজ ৯০টি শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন:আখাউড়ায় করোনা যুদ্ধে মানবিক ভুমিকায় অফিসার ইনর্চাজ নিজামী
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হীরালাল সাহা, সাধারন সম্পাদক ভজন কুমার দেব, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, আওয়ামীলীগ নেতা দানিছ খলিফা, সাংবাদিক আশীষ সাহা, যুবলীগ নেতা শিপন হায়দার, শেখ আল আমিন, রাজেশ সাহা, হারুন মিয়া ও ইমন মিয়া প্রমুখ।
আরও পড়ুন: আখাউড়ায় প্রধানমন্ত্রীর এককালীন আড়াই হাজার টাকার অর্থ সহায়তা বিতরণ শুরু
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com