ব্রেকিং

x

আখাউড়ায় অসহায় দরিদ্র শীর্তাতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

রবিবার, ২০ জানুয়ারি ২০১৯ | ৯:৫৪ অপরাহ্ণ

আখাউড়ায় অসহায় দরিদ্র শীর্তাতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

আজ রোববার বিকালে আখাউড়ায় অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  আখাউড়া পূর্বাঞ্চল প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সাংবাদিকতায় অবধান রাখায় আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ও বেসরকারী টেলিভিশন চ্যানেল বাংলা টিভি’র আখাউড়া প্রতিনিধি মো: সাইফুল ইসলামকে  গুণীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়।


বিকাল ৪টায় আখাউড়া দক্ষিন ইউনিয়নের মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনের সাধারন সম্পাদক রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান মো: জালাল উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা টিভির আখাউড়া প্রতিনিধি মো: সাইফুল ইসলাম


পরে অনুষ্ঠান শেষে আখাউড়া পূর্বাঞ্চল প্রবাসী কল্যাণ সংগঠনের অর্থায়নে এলাকার ১০৫ জন অসহায় দরিদ্র পরিবারের মধ্যে কম্বল ও মশারী বিতরণ করা হয়।

এসময় অন্যদের মধ্যৌ উপস্থিত ছিলেন, মোহনা টিভির আখাউড়া প্রতিনিধি মোশারফ হোসেন কবির, শিক্ষক আব্দুল হাকিম, স্থানীয় ইউপি সদস্য আয়েত আলী, রহিম মিয়া, রোকন উদ্দিন, আবুল কালাম, আল আমীন, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সফর আলী, আকবর হোসেন, ইয়াছিন মিয়া প্রমুখ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!