আখাউড়ায় দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে আখাউড়া হীরাপুর হাইস্কুল মাঠে স্থানীয় পুর্বাঞ্চল প্রবাসী কল্যাণ এই বস্ত্র বিতরণের আয়োজন করে।
পূর্বাঞ্চল প্রবাসী কল্যাণ সংঘের সভাপতি মো: তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আবুল কাশেম ভুইয়া।
বিশেষ অতিথি ছিলেন আখাউড়া দক্ষিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: জালাল উদ্দিন, আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম, শাহনোয়াজ শানু প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন শিক্ষক মনির হোসেন।
অনুষ্ঠানে স্থানীয় দুই শতাধিক গরিব অসহায় দরিদ্র নারী পুরুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com