ব্রেকিং

x

আখাউড়ায় অসহায় দরিদ্রদের মাঝে বস্ত্র ও অর্থ দিলেন ভূইয়া ফাউন্ডেশন

শুক্রবার, ০৮ জুন ২০১৮ | ৫:১১ অপরাহ্ণ

আখাউড়ায় অসহায় দরিদ্রদের মাঝে বস্ত্র ও অর্থ দিলেন ভূইয়া ফাউন্ডেশন

আজ শুক্রবার দুপুরে আখাউড়ায় অসহায় হত দারিদ্রদের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করলেন ভূইয়া ফাউন্ডেশন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরিশল গ্রামের ভূইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক দানবীর কবির আহাম্মেদ ভুইয়া পৌরশহরের দেবগ্রাম গ্রামের ৪৮ জন হত দারিদ্র মানুষের হাতে সাহায্য হিসাবে নগদ টাকা ও বস্ত্র তুলে দেন।


kkk2


এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুন্নবী ভূইয়া, সাবেক ছাত্র নেতা কামাল উদ্দিন ভূইয়া, সমাজ সেবক সেলিম ভুইয়া, সাইফুল ভুইয়া, জুয়েল খান, আনোয়ার হোসেন খান, আক্তার খান ও আলম ভুইয়া প্রমুখ।

দানবীর কবির আহাম্মেদ ভুইয়া এ প্রতিবেদককে বলেন, মানব ও মানবতার কল্যাণে সব সময় ভূইয়া ফাউন্ডেশন কাজ করে যাবে। পরে , কবির আহাম্মেদ ভূইয়া নিজ গ্রাম বরিশলে প্রায় ৫ শতাধিক অসহায় নারী পুরুষদের মাঝে ঈদ বস্ত্র ও নগদ টাকা বিতরণ করেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!