ব্রেকিং

x

আখাউড়ায় অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০ | ৭:৫১ অপরাহ্ণ

আখাউড়ায় অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

গত কয়েকদিন ধরে আখাউড়ায় শীতের তীব্রতা বেড়েছে। সামনের দিনগুলোতে স্বাভাবিকভাবেই শীতের তীব্রতা আরো বাড়বে। এই শীতে অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে আজ শুক্রবার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম আখাউড়ানিউজ.কম।


আজ বিকাল ৪টায় আখাউড়া পৌরসভার দাসপাড়া এলাকায় অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভা যুবলীগের সাধারন সম্পাদক আবু কাউছার ভুইয়া, এশিয়ান টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ও আখাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক নুরুন্নবী ভুইয়া, আখাউড়ানিউজ.কমের নির্বাহী সম্পাদক ও কালের কন্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, আখাউড়ানিউজ.কমের প্রধান প্রতিবেদক সাংবাদিক আশীষ সাহা প্রমুখ।


আখাউড়ানিউজ.কম কর্তৃপক্ষ জানায়, আজ প্রথম ধাপে ৩১ জন অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে এই অনলাইন সংবাদ মাধ্যম। পরবর্তীতে তারা আরো শীতবস্ত্র বিতরণ করবেন বলেও জানান।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!