আখাউড়ায় অবৈধ ট্রাক্টরের নিচে চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকালে আখাউড়া-চান্দুরা সড়কের আখাউড়া পৌরসভার দুর্গাপুর চন্ডিমুড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকাল ৫টায় দুর্গাপুর গ্রামের ছগির আহমেদের এ. ছগীর নামের ইট বহনকারী একটি অবৈধ ট্রাক্টর দ্রুত বেপরোয়া আখাউড়ার দিকে আসছিল। হঠাৎ এই অবৈধ গাড়ির হেলপার সবুজ মিয়া (৩০) নিজেকে সামলাতে না পেরে গাড়ি থেকে ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে যায়। মাথায় রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই সবুজ মৃত্যু বরণ করে। নিহত সবুজ মিয়া আখাউড়া করুয়াতলী গ্রামের দুলাল মিয়ার পুত্র। দুর্ঘটনার পর গাড়ি চালক ডালিম পালিয়ে যেতে সক্ষম হলেও স্থানীয় জনগণ সগির আহমেদের অবৈধ ট্রাক্টরটি আটক করেছে।
এদিকে স্থানীয় লোকজন এসব অবৈধ ট্রাক্টর চলাচল বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ ব্যাপারে আখাউড়া থানার ওসি তদন্ত আরিফুল আমীন জানান, পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে রয়েছে।
এ ব্যপারে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান বলেছেন, অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com