অবৈধ অনুপ্রবেশের দায়ে আখাউড়া ঘাগুটিয়া সীমান্ত ফাড়ির বিজিবি সদস্যরা ১৫জন ভারতীয় নাগরিককে আটক করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আজ বুধবার বিকাল সাড়ে ৫ টায় আটককৃতদের ভারতে হস্তান্তরের জন্য কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চলছিল।
আখাউড়া ঘাগুটিয়া বিজিবি সীমান্ত ফাড়ি সূত্রে জানাগেছে, মঙ্গলবার দুপুর ১২টায় কসবার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে মহিলা ও শিশুসহ ১৫জন ভারতীয় নাগরিককে আটক করে কসবা থানায় সোর্পদ করেছে। পরে ভারতের ত্রিপুরার সংশিষ্ট থানা কসবা থানার সাথে যোগাযোগ করলে বিএসএফ বিষয়টি নিয়ে বিজিবির সাথে পতাকা বৈঠকের প্রস্তাব দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আজ বিকাল সাড়ে ৫টায় ভারতীয় নাগরিকদের হস্তান্তর প্রসঙ্গ নিয়ে গোসাইস্থল সীমান্তে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চলছিল। আটককৃত ভারতীয় নাগরিকরা হলো শ্রী শ্যামল সরকার (৫০), শ্রীমতি লিপিকা সরকার (৪০), শ্রীমতি সুবনিমা সরকার (১৪), শ্রী কলিন চৌধুরী (৩৪), শ্রীমতি শম্পা (৩৩), সৌরভ চৌধুরী (৬), শ্রীমতি আসমিতা চৌধুরী (৪), শ্রী বিজ্ঞ বৈশ্য (৪০), শ্রীমতি বুল্টি বৈশ্য (২৯), বিপুল বৈশ্য (১৪), বিজয় বৈশ্য (১৩), প্রিয় লাল বৈশ্য (৪২), শ্রী স্বর্ণা সরকার (৪০), প্রসেনজিৎ সরকার (২৫), শ্রী বিপেশ সরকার (২৫)। তাদের সবার বাড়ি ভারত ত্রিপুরা পশ্চিম জেলার আমতলীতে। ঘাগুটিয়া সীমান্ত ফাড়ির হাবিলদার শফিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে বলেও বিজিবি সূত্রে জানাগেছে।
এ ব্যপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহিউদ্দিন জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে আটককৃত ভারতীয় নাগরিকরা কসবা থানা পুলিশের হেফাজে রয়েছে। তাদেরকে হস্তান্তর করতে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চলছে। বৈঠকের সীদ্ধান্ত হলে তাদেরকে ভারতে হস্তান্তর করা হবে অন্যথায় অবৈধ অনুপ্রবেশের দায়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com