ব্রেকিং

x

আখাউড়ায় অগ্নিকান্ডে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

বুধবার, ০৭ আগস্ট ২০১৯ | ৩:০০ অপরাহ্ণ

আখাউড়ায় অগ্নিকান্ডে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

আখাউড়ায় অগ্নিকান্ডে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ বুধবার সকালে আখাউড়া পৌরসভার দুর্গাপুর গ্রামের মোতলিব মিয়ার বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।


জানাগেছে, বুধবার  সকাল ১১টায় দুর্গাপুর গ্রামের পূর্ব পাড়ার মোতালিব মিয়ার বসত ঘরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়ি পড়ে। আগুনে ঘরের সমস্ত আসবাবপত্র, নগদ টাকা, ইলেকট্রিক সামগ্রী পুড়ে ভষ্মিভুত হয়ে যায়। এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মোতালিব মিয়ার স্ত্রী জানিয়েছেন।


আখাউড়া ফায়ার সার্ভিস কর্মকর্তা আলাউদ্দিন মনির জানায়, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রান্নার কাজে ব্যবহারিত গ্যাস সিলিন্ডার থেকে এই আগুনের সুত্রপাত ঘটে বলে তিনি ধারণা করছেন। আগুনে বসত ঘরের সব পুড়ে ছায় হয়েগেছে বলেও তিনি জানান।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!