আজ সোমবার সন্ধ্যায় আখাউড়া ছোট কুড়িপাইকা গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারী সহায়তা প্রদান করা হয়েছে। আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপির নির্দেশে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুদু মিয়ার হাতে নগদ অর্থসহ টিন ও শীতবস্ত্র তুলে দিয়েছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদ সদস্য আবুল কাশেম ভুইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম পিওনা, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জালাল উদ্দিন ও স্থানীয় আওয়ামীলীগ নেতা মজনু ভুইয়া প্রমুখ।
উল্লেখ্য শনিবার বিকেল ৪ টায় উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের দুদু মিয়ার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ অর্ধকোটি টাকার মালামাল পুড়ে যায়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com