আখাউড়া বড়বাজার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আজ রোববার বিকালে সরকারী ভাবে টিন ও অর্থ দিয়ে সাহায্য করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এ্যাড. আনিসুল হক এমপির নির্দেশে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান বিকাল সাড়ে ৫টায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মনির হোসেন, শাহ আলম ভুইয়া ও মো: রফিক মিয়ার হাতে ৬ বান্ডেল টিন ও ১৮ হাজার টাকার ৩টি চেক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের তাপস চক্রবর্তী ও আখাউড়া আল আরাফা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মোজাহারুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য গত ৯ই মার্চ দিবাগত রাতে আখাউড়া বড় বাজারে আগুনে পুড়ে ৩টি দোকান ভষ্মিভুত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিদর্শনে গিয়ে সহযোগীতার আশ্ব্যাস দিয়েছিলেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com