আজ বুধবার দুপুরে আখাউড়ায় ছয়ঘরিয়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ঘটনাস্থল পরির্দশন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান। কৃষক ফোরকান মিয়ার একমাত্র সম্বল ৫টি গরু আগুনে পুড়ে মরে যায়। পুড়েগেছে কৃষকের গোয়াল ঘর। এই সমস্ত ক্ষয়ক্ষতির ঘটনা তিনি ঘুরে দেখেন দুপুর ১২টায়। পরে পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান সরকারের পক্ষ থেকে সম্ভাভ্য সব ধরণের সহযোগীতা করবেন বলে ক্ষতিগ্রস্থ কৃষক ফোরকান মিয়ার পরিবারকে নিশ্চয়তা দেন এবং পরিবারের সকলকে শান্তনা দেন তিনি। ঘটনাস্থল পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিক, সুধিসমাজের নেতৃবৃন্দ, স্থানীয় ইউপি সদস্য শহীদুল্লাহ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com