পবিত্র ঈদ-উল আযহায় আখাউড়ার সর্বস্তরের জনগণের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করা হয়েছে। আজ রোববার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার দেয়া এক শুভেচ্ছা বার্তায় এই কথা বলা হয়েছে।
তিনি শুভেচ্ছা বার্তায় বলেছেন, ঈদ এর এই অনাবিল আনন্দ ও পবিত্রতা ছড়িয়ে পড়ুক আখাউড়ার সকল ঘরে ঘরে। পবিত্র ঈদ উল আযহার অন্যতম দিক হলো কোরবানী। আসুন সকলে এই পশু কোরবানীর মাধ্যমে মনের হিংসা, বিদ্বেষ, ক্রোধকে কোরবানি দেই। গড়ে তুলি এক সুন্দর অনাবিল সমাজ।
তিনি আরো বলেন, আখাউড়া জুড়ে অর্ধশতাধিক ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদের নামাজে সবাই মিলে পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি যেন বাংলাদেশ উন্নয়নে আরও সাফল্য লাভ করে। আগামী দিনে সবাই সম্মিলিতভাবে যুক্ত হই বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডে।
সবশেষে তিনি আখাউড়া উপজেলার সর্বস্তরের জনগনকে ঈদ মোবারক জানিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com